লবণ সেতু কি? লবণ সেতুর ভূমিকা || লবণ সেতুর প্রধান তিনটি কাজ

লবণ সেতু


লবণ সেতু কাকে বলে বা লবণ সেতু কি? 

লবণ সেতু হলো এক ধরনের টিউব যেখানে একটি তড়িৎ বিশ্লেষ্য জেল আকরে রাখা হয় এবং এটি একটি সেতু আকারে কাজ করে । এটি মূলত দুইটি অর্ধ  কোষের সাথে সংযুক্ত করা হয়।  সল্ট ব্রিজ বা লবণ সেতু দ্বারা  দ্রবণ দুটি পৃথক  থাকে । এই লবণ সেতু ইলেকট্রন কে  এক প্রকোষ্ঠ থেকে অন্য প্রকোষ্ঠে ইলেকট্রন প্রবাহিত করে ফলে মিশ্রণটি আলাদা থাকে ফলে গ্যালভানিক কোষে জারক বিজারক কখনও একে অপরের সরাসরি সংস্পর্শে আসে না। যদি দ্রবণ সমূহ একে অপরের সাথে মিশে তাহলে সরাসরি রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং অর্ধকোষ নষ্ট হয়ে যায়। সুতরাং   যে লবণ, সেতু আকরে কাজ করে এবং গ্যালভানিক কোষে জারক ও বিজারককে কখনও একে অপরের সরাসরি সংস্পর্শে আসতে দেইনা তাকে লবণ সেতু বলে ।


লবণ সেতুর গঠন

U  আকৃতির একটি সুরু  কাচ  নলের মধ্যে  5%  আগার জেলি   মিশ্রিত KCl , NH4NH3, KNO3 প্রভৃতি উল্লেখযোগ্য লবঙ্গ সম্পৃত দ্রবণ নিয়ে গরম অবস্থায় প্রবেশ করানো হয় শীতল নাইটের মধ্যে দ্রবণ জমে জেলের মত হয়ে লবণ সেতু উৎপন্ন করে।


লবণ সেতু

 


লবণ সেতুর ভূমিকা 

লবণ সেতু দ্বারা দ্রবণ দুটি পৃথক থাকে । এই সল্ট ব্রিজ ইলেকট্রন কে এক প্রকোষ্ঠ হতে ওপর প্রকোষ্ঠে প্রবাহিত করে কিন্তু দুটি দ্রবণের রোধ করে। ফলে গ্যালভানিক কোষের জারক বিজারক কখনো একে অপরের সাথে সরাসরি সংস্পর্শে আসতে পারে না। 


লবণ সেতুর অভাবে দ্রবণ সমূহ একে অপরের সাথে মিশে এবং সরাসরি রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং অর্ধকোষ নষ্ট হয়ে যায় বা বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যায় । গ্যালভানিক কোষ এবং প্রকোষ্ঠ ইলেকট্রন ত্যাগ করে এবং এটি ধনাত্মক চার্জে পরিণত হয় এবং ডান দিকের  প্রকোষ্ঠ ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ চার্জ যুক্ত হয় । এই উভয় বিষয়ে ইলেকট্রন প্রবাহ  বিদ্যুৎ প্রবাহ বিঘ্নতা সৃষ্টি করে।  এবং  কোষটি বন্ধ হয়ে যায়। একারণেই কোষের লবণ সেতু ব্যবহার করা হয় ।  লবণ সেতুটি U আকৃতির নল  যেখানে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ হিসাবে পটাশিয়াম ক্লোরাইড,  সোডিয়াম ক্লোরাইড , পটাশিয়াম সালফেট , দ্রবণ ব্যবহার করা হয়ে থাকে । 


লবণ সেতুর প্রধান তিনটি কাজ 


দুটি দ্রবণের মধ্যে  বৈদ্যুতিক সংস্পর্শ প্রদান করে

তড়িৎদ্বার দ্রবণ মিশ্রণ রোধ করে

প্রতিটি   অর্ধকোষের  বৈদ্যুতিক নিরপেক্ষতা রক্ষা করে


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন